সিলেটের কামাল আহমদ বাচঁতে চান : সাহায্যের আবেদন

ষ্টাফ রির্পোটার : সিলেটের মেজরটিলা চামেলিবাগের (বাসা নং ১০৩, রোড-২) মৃত আব্দুল মনাফের পুত্র কামাল আহদের দুইটি কিডনি নষ্ট হয়েগেছে। চিকিৎসকরা জানিয়েছেন কামালকে ১টি কিডনি স্থাপন করতে পারলে বাচাঁনো সম্বভ। দুই সন্তানের এই জনক দেশবাসীর কাছে সাহায্য কামনা করছেন। একটু সহযোগী পেলে হয়ত কামালকে বাচাঁনো যাবে মনে করছেন কামালের পরিবার। কামালকে সাহায্য করতে তার সরাসরি মোবাইলে যোগাযোগ করা যাবে। মোবাইল: ০১৭৭৫-৪৮৪৮১৬। থাকে সাহায্য যারা করবেন সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকমের সাথে যোগাযোগ করার পর করলে ভাল হবে। যারা সহযোগীতা করবেন তাদের নাম সহ সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকমে প্রকাশিত হবে। এছাড়াও সাহায্য প্রেরনে সিলেট নিউজ ওয়ার্ল্ড এর অফিসে বা মোবাইলে যোগাযোগ করা যাবে। সিলেট নিউজ ওয়ার্ল্ড – ০১৭২৩-৪৩৪৯৪০ ।
Related News

চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার অঙ্গীকারবদ্ধ
মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়কমন্ত্রী কাইয়া টিন বলেছেন, ২০১৭ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতেRead More

‘বঙ্গবন্ধু’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়
‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ। এই জয়ের মধ্যRead More
Comments are Closed