আইসিইউতে দুই পুলিশ কর্মকর্তা

রাজধানীর মিরপুরে শুক্রবার রাতে অভিযানের সময় জঙ্গি হামলায় আহত তিন পুলিশ কর্মকর্তার মধ্যে দুজনকে অস্ত্রোপচার শেষে আইসিইউতে রাখা হয়েছে।
এর আগে গতকাল রাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে তাদের অস্ত্রোপচার সম্পন্ন হয়। শনিবার সকালে স্কয়ার হাসপাতালের কাস্টমার সার্ভিসের হুমায়ূন কবির এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ছয়তলা একটি ভবনে অভিযান চালায় পুলিশ।
এ সময় আহত পুলিশের তিন কর্মকর্তা হলেন রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) শাহীন ফকির, অফিসার ইনচার্জ (ওসি, অপারেশন) সৈয়দ সহিদ আলম এবং উপপরিদর্শক (এসআই) মোমিনুল।
তাদের মধ্যে ওসি সহিদ আলম ও পরিদর্শক (তদন্ত) শাহীন ফকিরের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত পুলিশ কর্মকর্তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
Related News

চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার অঙ্গীকারবদ্ধ
মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়কমন্ত্রী কাইয়া টিন বলেছেন, ২০১৭ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতেRead More

করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন
গ্লোব বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। রবিবারRead More
Comments are Closed