আজ থেকে শুরু হতে যাচ্ছে হজের ফিরতি ফ্লাইট

পবিত্র হজ পালন শেষ। শনিবার থেকে সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে। মক্কা ও মদিনা থেকে হাজিদের ফিরে আসার সুবিধার্থে প্রতি বছরের মতো এ বছরও বিমান কর্তৃপক্ষ ‘সিটি চেক-ইন’ ব্যবস্থা শুরু করেছে।
বিমান অফিস থেকে জানানো হয়েছে, হাজিদের নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট সৌদি আরবের রাজধানী জেদ্দা থেকে রওনা হবে স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় দুপুর ২ টায়)। ফ্লাইটটি রাত ৮ টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন জানান, বিমান ঢাকা থেকে জেদ্দায় হাজিদের নিয়ে সুষ্ঠুভাবে এবং নির্ধারিত সময়ে পরিবহন করেছে। বাংলাদেশ বিমান দেশের ১ লাখ ১ হাজার ৭৫৮ হাজির মধ্যে ৪৯ হাজার ৫৪৫ জন হাজি পরিবহন করেছে।
তিনি বলেন, বাংলাদেশ বিমান সৌদি আরব থেকে হাজিদের ফেরত আনতে ১৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ২৯টি নির্ধারিত ও ১০৮টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে।
ধর্ম মন্ত্রণালয়ের থেকে জানানো হয়েছে, এ বছর ৫ হাজার ১৮৩ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৯৫ হাজার ৬১৪ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন।
সূত্র: বাসস।
Related News

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কার্ড প্রদান করলেন ড.ফারহানা নূর চৌধুরী
ইলিয়াস আহমদ,গ্রীস প্রতিনিধি : গ্রীসের রাজধানী এথেন্সে বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে দূতাবাসের কাউন্সিলর ড. সৈয়দা ফারহানাRead More

ইউরোপ থেকে মন্ত্রীর কাছে সিলেটের দুই মুক্তিযোদ্ধাকে তালিকাভূক্ত করার দাবি
আফরোজ খানঃ ইতালিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে এমএজি ওসমানীর গাড়ি চালকসহ দুইজনকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্তRead More
Comments are Closed