ইলিয়াস আলীর নামে ৩ হাজার পশু কোরবানি!

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীর নামে তার অনুসারীরা এবারো পশু কোরবানি করবেন। ঈদুল আজহায় সিলেট বিভাগে ইলিয়াস আলীর নামে প্রায় তিন হাজার পশু কোরবানি হবে। গতবছরও তার নামে প্রায় আড়াই হাজার পশু কোরবানি হয়েছিল।
এম. ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা বলেন, বাড়িতে ঈদ করার জন্য এসেছি।
ইলিয়াস আলীর প্রসঙ্গে বলেন, তিনি দেশের জন্য রাজনীতি করেছেন। তাকে এভাবে গুম করা হবে কখনও ভাবতে পারিনি। আমাদের দৃঢ় বিশ্বাস তিনি এখনো জীবিত আছেন এবং দেশের জনগণের মাঝে ফিরে আসবেন।
এ সময় তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
ইলিয়াস আলীর একান্ত সচিব ময়নুল হক জানান, সিলেট বিভাগের প্রায় তিন হাজার বিএনপি ও ইলিয়াস সমর্থকরা তাদের কোরবানির পশুতে ইলিয়াস আলীর নাম দেবেন। অনেকেই জানিয়েছেন তারা তাদের প্রিয় নেতার নামে পশু কোরবানি করবেন।
বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া বলেন, গত বছরের ন্যায় এবারেও আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীর নামে পশু কোরবানি করা হবে।
বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সদস্য সুহেল আহমদ চৌধুরী বলেন, গত বছরের মতো এবারো আমাদের পরিবারের কোরবানির পশুতে ইলিয়াস আলীর নাম দেওয়া হবে।
Related News

চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার অঙ্গীকারবদ্ধ
মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়কমন্ত্রী কাইয়া টিন বলেছেন, ২০১৭ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতেRead More

‘বঙ্গবন্ধু’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়
‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ। এই জয়ের মধ্যRead More
Comments are Closed