কাশ্মিরে ভারতীয় সেনা দফতরে বন্দুকযুদ্ধে ৪ হামলাকারী নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দফতরে হামলার পর বন্দুকযুদ্ধে ৪ হামলাকারী নিহত হয়েছে। আরও হামলাকারী ভেতরে অবস্থান করতে পারে বলে অনুসন্ধান অভিযান অব্যাহত আছে বলে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন।
তিনি জানান, হামলায় অন্তত ১৬ জওয়ান আহত হয়েছেন। বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ৯ জন নিরাপত্তাবাহিনীর সদস্য নিহত হয়েছেন।
রবিবার ভোরে কয়েকজন ব্যক্তি উরিতে লাইন অব কন্ট্রোলের নিকটে এ সামরিক স্থাপনায় হামলায় চালায়। ভোর ৪টার দিকে হামলাকারীরা প্রশাসনিক ভবনে প্রবেশ করে। এরপর বন্দুকযুদ্ধ শুরু হয়।
হামলায় অন্তত ১৬ জওয়ান আহত হয়েছেন ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। তাদের হেলিকপ্টারে করে রাজধানী শ্রীনগরে সেনা হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা অনেক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার পর উরির দোকানপাট সব বন্ধ করে দেওয়া হয়েছে।
ভারতীয় কর্মকর্তাদের ধারণা, হামলাকারীরা ফিদায়েন বা আত্মঘাতী স্কোয়াড হতে পারে। সেনা স্থাপনাটি বারামুল্লা জেলার শ্রীনগর-মুজাফফরাবাদ হাইওয়ের উরিতে অবস্থিত। এটা সেনাদের অস্ত্রাঘার হিসেবে ব্যবহৃত হয়।
এর আগে চলতি বছর পাঞ্জাবে পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেখানে টানা তিনদিন বন্দুকযুদ্ধের পর সাত জঙ্গি নিহত হয়।
Related News

ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউজের বসছেন জো বাইডেন
জো বাইডেন প্রায় ৫০ বছর ধরে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার উচ্চাকাঙ্ক্ষাRead More

আগামী বছর বাংলাদেশে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আগামী বছর মার্চে মুজিববর্ষ উদযাপনে অংশগ্রহণ করতে বাংলাদেশে আসতে পারেন।Read More
Comments are Closed