Main Menu

খাগড়াছড়িতে বাস খাদে, শিশুসহ নিহত ৪

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মাটিরাঙ্গার সাপমারা এলাকায় যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে দুই শিশুসহ ৪ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ৩১ জন। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, খাগড়াছড়ি হতে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসটি সাপমারা নামক এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই এক শিশুসহ ৩ জন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আরো একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। তিনি হলেন- মো. মুসলিম উদ্দিন (৫৫)। অন্যান্যদের নাম পরিচয় জানা যায়নি।

আশংকাজনক অবস্থায় ৩ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে খাগড়াছড়ি হাসপাতালে ১৪ জন ও মাটিরাঙ্গা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জনকে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পুলিশ, দমকল বাহিনী, সেনাবাহিনী ও স্থানীয় বাসিন্দারা আহত ও নিহতদের উদ্ধার করেন।

খাগড়াছড়ির পুলিশ সুপার মজিদ আলী ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।


Related News

Comments are Closed