খালেদার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ৩১ অক্টোবর

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ধর্মীয় উসকানি ও বিভিন্ন শ্রেণির মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগের একটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল মঙ্গলবার। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ নতুন এ দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্য দেন খালেদা জিয়া। বক্তৃতার এক পর্যায়ে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সব ধরনের মানুষের ওপর আঘাত করে। আর লোক দেখানো ধর্ম নিরপেক্ষতার কথা বলে ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নেয়। ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরা এ জবর দখলকারী সরকারের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়।
এ বক্তব্যের মাধ্যমে দণ্ডবিধির ১৫৩ (ক) ও ২৯৫ (ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করার অভিযোগ এনে খালেদার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে ২০১৪ সালের ২১ অক্টোবর নালিশি মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।
Related News

গাজীপুরে ৫শ অবৈধ গ্যাস সংযোগ কর্তন, কারাদন্ড ১
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করায় একজনকে কারাদন্ড ও চারজনকে এক লাখ ৭০ হাজারRead More

হরিণাকন্ডুুতে বাল্যবিবাহ : কনের বাবাকে জেল
ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকন্ডুুতে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কনের বাবা ও বরের চাচাকে ছয় মাস করে বিনাশ্রমRead More
Comments are Closed