গান থেকে বিরতি নিচ্ছেন সেলেনা

পশ্চিমা সংগীত দুনিয়ার উজ্জ্বল তারকা সেলেনা গোমেজ গান থেকে বিরতি নিতে যাচ্ছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ ঘোষণা দিয়ে তিনি বলেন, দুশ্চিন্তা, প্যানিক অ্যাটাক ও অবসাদে ভুগছেন তিনি। চিকিৎসা চলছে তার। তাই গান থেকে বিরতি নিয়ে নিজের চিকিৎসা ও নিজের দিকে বেশি মনোযোগী হতে চান।
যদিও সেলেনা স্পষ্ট জানাননি, ঠিক কবে থেকে এবং কত দিনের বিরতিতে যাচ্ছেন তিনি। তবে তার শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে কথা বলেন খোলাখুলি। সেলেনা বলেন, ‘অনেকেই জানেন যে আমি গত বছর থেকে লুপাস নামের একটি রোগের সঙ্গে লড়াই করছি। এই রোগটি নানাভাবে একজনকে দুর্বল করে দিতে পারে। এই রোগের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেই দুশ্চিন্তা, প্যানিক অ্যাটাক ও অবসাদ আমাকে জেঁকে ধরেছে।’
সেলেনা বর্তমানে তার ‘রিভাইভাল ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে ব্যস্ত। আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রে তার একটি কনসার্ট করার কথা রয়েছে। কিন্তু বিরতির ঘোষণার পর থেকে অনিশ্চিত হয়ে পড়েছে সেই কনসার্টটি।
মানসিক রোগের চিকিৎসার ব্যাপারে সেলেনা বলেন, ‘আমি জানি, আমি একা নই, অনেকেই আমার মতো এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আশা করব তারাও যেন সবার আগে নিজের কথা ভেবে নিজেকে ভালো রাখার জন্য উদ্যোগী হয়।’
ভক্তদের উদ্দেশে সেলেনা বলেন, ‘তোমরা জানো, তোমরা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমাকে ভালো থাকার জন্য নিজের সবটা দিয়ে চেষ্টা করতে হবে। আমি নিজেকে সব ধরনের নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখতে চাই। পুরোপুরি মনোযোগ দিতে চাই নিজের স্বাস্থ্য ও প্রশান্তির ওপর। এ জন্যই এই বিরতিটা নিচ্ছি।’
Related News

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
দেশের ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানের আসর বসছে আগামীকাল রবিবার (১৭ জানুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনাRead More

অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০। করোনা মহামারির কারণে ২০২০ সালের মূল আয়োজনেরRead More
Comments are Closed