গোলাপগঞ্জে অজ্ঞাত যুবকের হাত বাধাঁ গলিত লাশ উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ রবিবার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের দক্ষিণ হাতিম নগর এলাকায় অবস্থিত মেন্দিভাগ ব্রিক কর্পোরেশন (এমভিসি) নামে একটি ইট ভাটার জলাধার থেকে আনুমানিক ৩৫-৪০ বছর বয়স্ক অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি উপুড় হয়ে জলাধারের পূর্ব দক্ষিণ কোনে লাতাপাতার ভেতর আটকে ছিলো। লাশের পরনে ছিলো অফ হোয়াইট গ্যাভার্টিন প্যান্ট এছাড়া লাল রংয়ের শার্টের নীচে সবুজ গেঞ্জী। লাশের দু হাত সামনের দিকে বাধাঁ ও গলায় রশি পেচাঁনো ছিলো। মুখ মন্ডল ও শরীরের বেশিরভাগ অংশ পচেঁ গলে যাওয়ায় চেহারা শনাক্ত করা যায়নি তবে পরনের কাপড়ে কালো তৈলাক্ত পদার্থের দাগ রয়েছে। লাশটি হয়ত কোন ওয়ার্কশপ শ্রমিকের। ধারনা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা করে কেউ লাশটি জলাধারে ডুবিয়ে দেয়। ইট ভাটার মালিক আব্দুল হান্নান এ প্রতিবেদককে জানান, রবিবার সকাল সাড়ে ৯টায় ইট ভাটার কর্মচারীরা দূর্গন্ধ পেয়ে তার কারন খুজঁতে গিয়ে লাশের সন্ধান পান এর পর পুলিশকে খবর দেওয়া হয়। তিনি আরো জানান সুরমা নদীর তীরে জলাধারটি অবস্থিত হওয়ায় তিনি ধারনা করছেন হয়ত নদীতে লাশটি ভেসে এসেছে। খবর পেয়ে দুপুর ১টায় গোলাপগঞ্জ মডেল থানার সহকারী উপপরিদর্শক
(এএসআই) আশরাফুল আলম লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে প্রেরণ করেন। পুলিশ জানিয়েছে লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি লাশের অবস্থা দেখে তাদের ধারনা ১০-১৫দিন পূর্বে অজ্ঞাত যুবকটিকে হত্যা করা হয়ে থাকতে পারে।
Related News

চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার অঙ্গীকারবদ্ধ
মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়কমন্ত্রী কাইয়া টিন বলেছেন, ২০১৭ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতেRead More

‘বঙ্গবন্ধু’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়
‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ। এই জয়ের মধ্যRead More
Comments are Closed