চিত্রনায়ক রিয়াজের মায়ের দাফন সম্পন্ন

চিত্রনায়ক রিয়াজের মা আরজুমান আরা বেগমের দাফন যশোরে সম্পন্ন হয়েছে। সোমবার বাদ জোহর যশোরের কারবালা কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হয়।
এর আগে সোমবার সকালে ঢাকা থেকে তার মরদেহ যশোরে নিয়ে আসা হয়। এখানে তার সর্বশেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আরজুমান আরা বেগম রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
রোববার বাদ আসর ঢাকার গুলশানের আজাদ মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সোমবার সকালে তার মরদেহ বিমানযোগে ঢাকা থেকে যশোরে নিয়ে আসা হয়। এদিন বাদ জোহর যশোরের কারবালা জামে মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর কারবালা কবরস্থানে স্বামীর পাশে তার দাফন সম্পন্ন হয়।
Related News

চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার অঙ্গীকারবদ্ধ
মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়কমন্ত্রী কাইয়া টিন বলেছেন, ২০১৭ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতেRead More

‘বঙ্গবন্ধু’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়
‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ। এই জয়ের মধ্যRead More
Comments are Closed