ট্রেনের ছাদ থেকে পড়ে আহত ৪০

সিরাজগঞ্জে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার বেলা ১১টার দিকে কড্ডার মোড় শহীদ এম মনসুর আলী স্টেশনের পাশে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
ওই রেলপথের ওপর দিয়ে বয়ে যাওয়া টিঅ্যান্ডটি, ডিশ ক্যাবল ও বিদ্যুৎ লাইনের তারের সঙ্গে লেগে যাত্রীরা পড়ে যায়।
খবর পেয়ে থানা পুলিশ, রেলওয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠিয়ে দেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সিরাজগঞ্জ জিআরপি থানার অফিসার ইনচার্জ সাঈদ ইকবাল এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছলে বিভিন্ন তারের সঙ্গে লেগে যাত্রীরা পড়ে যায়। তিনি ১৫-২০ জন পড়ে আহত হওয়ার কথা স্বীকার করেছেন।
তবে স্থানীয়রা জানান, ট্রেন থেকে প্রায় ৪০ জন যাত্রী পড়ে গেছে।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আকরামুজ্জামান বলেন, এ পর্যন্ত আহত ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরো বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের বেশিরভাগেরই হাত-পা ভেঙে গেছে। তবে কেউ আশঙ্কাজনক নয়।
Related News

চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার অঙ্গীকারবদ্ধ
মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়কমন্ত্রী কাইয়া টিন বলেছেন, ২০১৭ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতেRead More

‘বঙ্গবন্ধু’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়
‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ। এই জয়ের মধ্যRead More
Comments are Closed