ধানমন্ডিতে গণপিটুনিতে সন্দেহভাজন ছিনতাইকারী নিহত, আহত এক

গণপিটুনিতে সন্দেহভাজন এক ছিনতাইকারী নিহত হয়েছে। পুলিশের গুলিতে আহত হয়েছেন আরও একজন। ছিনতাইকারী চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ঢাকার ধানমন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনিতে গুরুতর আহত হন সাগর নামের এক ব্যক্তি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত ব্যক্তির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
পুলিশের গুলিতে আহত হয়ে হজরত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একই ঘটনায় আটক রয়েছেন বাশার নাম। বাশারকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল হক বলেন, ‘আজ ভোরে পল্টনের কাছাকাছি এলাকায় ছিনতাইকারীদের একটি চক্র ছিনতাই করছিল। এ সময় তাদের ধাওয়া করে পুলিশ। গাড়ি নিয়ে তারা ধানমন্ডির দিকে পালিয়ে যায়। ধানমন্ডি ৩ নম্বর সড়কে তাদের আটকে দেওয়া হয়।
সেখানে উত্তেজিত জনতার গণধোলাইয়ে এক ছিনতাইকারী গুরুতর আহত হয়। পালানোর সময় আরেকজন পুলিশের গুলিতে আহত হয়। এই চক্রের আরও একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।’
পুলিশের ভাষ্য, ওই গাড়ির ভেতরে চারটি মোবাইল ফোন, কয়েকটি ব্যাগ এবং ছুরি-চাপাতির মত ধারালো অস্ত্র পাওয়া গেছে।
Related News

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
দেশের ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানের আসর বসছে আগামীকাল রবিবার (১৭ জানুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনাRead More

৬০টি পৌরসভায় যারা মেয়র নির্বাচিত
দ্বিতীয় ধাপে দেশের ৬০টি পৌরসভায় ভোট গ্রহণ শেষ হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরুRead More
Comments are Closed