নতুন জুটি শুভ-তানহা

এবারই প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও নায়িকা তানহা। জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’ শিরোনামের একটি ছবিতে তাদের দেখা যাবে। মঙ্গলবার থেকে এর শুটিং শুরু হতে যাচ্ছে।
নিজের পরিচালিত নতুন ছবি নিয়ে পরিচালক বলেন, ‘আমি বরাবরই প্রেমের গল্পের মাধ্যমে মানবতার কথা বলার চেষ্টা করি। এবারের ছবিতেও ব্যতিক্রম ঘটছে না। বলা যায় এবার একটি স্বপ্নের ছবি বানাতে যাচ্ছি। ছবিটিতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় রেখেছি। মানুষ বড় নাকি ধর্ম বড়- এই জিজ্ঞাসা ফুটিয়ে তোলা হবে ছবির কাহিনিতে।’
জানা গেছে, শুরুতে আরিফিন শুভ, তানহা ও আনিসুর রহমান মিলনকে নিয়ে ছবিটি বানাবেন ভেবেছিলেন নির্মাতা। তবে মিলনের অভিনয়ের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এদিকে ‘ভোলা তো যায়না তারে’ ছবির মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তানহার। তার নতুন এই ছবিটি প্রযোজনা করছে অভি কথাচিত্র।
পরিচালক আরও জানিয়েছেন, তার ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রটি আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলো। ‘ভালো থেকো’ও পরিচালকের জীবনের উল্লেখযোগ্য চলচ্চিত্র হবে বলে তিনি অনেক আশাবাদী।
Related News

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
দেশের ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানের আসর বসছে আগামীকাল রবিবার (১৭ জানুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনাRead More

অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০। করোনা মহামারির কারণে ২০২০ সালের মূল আয়োজনেরRead More
Comments are Closed