নতুন রূপে ফিরলেন অগ্নিলা (ভিডিও)

জলেভেজা সাগরপাড়ে ফিরে এলেন অগ্নিলা ইকবাল। খোলা চুল সঙ্গে হাওয়ায় উড়ছে তার লাল শাড়ি। ‘আবার এলো যে সন্ধ্যা’ গানের মিউজিক ভিডিও’র মাধ্যমে অনেকদিন পর দেখা গেলো তাকে। এতে রূপা চরিত্রে মডেল হয়েছেন তিনি।
কিংবদন্তি সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দের চিকিৎসা সহায়তায় তার কালজয়ী গানটির ভিডিও নির্মাণ করেছেন রেদওয়ান রনি। বুধবার রাতে প্রাণ স্ন্যাকস টাইমের ইউটিউবে এসেছে এটি। এর চিত্রায়ন হয়েছে কক্সবাজারে।
ভিডিওতে রুদ্র চরিত্রে মডেল হয়েছেন আজাদ। এর গল্পে বলা হয়েছে রুদ্র ও রূপার ভালোবাসার স্মৃতি। এক বছর আগে রূপাকে নিয়ে সমুদ্র সৈকতে এসেছিলো রুদ্র। রূপার বেশকিছু ছবি তোলে সে। কিন্তু দুরারোগ্য ব্যাধি লিউকোমিয়ায় আক্রান্ত রূপাকে মৃত্যু মেনে নিতে হয়েছে। এক বছর পর রুদ্র সাগরপাড়ে গিয়ে অশ্রুসজল হয়ে ওঠে। ভিডিওর শেষে দেখানো হয় রুদ্রর তোলা রূপার শেষ ছবি।
এবারই প্রথম মিউজিক ভিডিওতে মডেল হলেন অগ্নিলা। তাই এবার একেবারে নতুন রূপে তাকে দেখবে দর্শকরা। তিনি বলেছেন, ‘কাজটি করার আগে খুবই নার্ভাস ছিলাম। ভয় পাচ্ছিলাম কালজয়ী একটি গানের মডেল হবো ভেবে। তবে এখন আমার মনে হচ্ছে, সুন্দর একটা ভিডিও হয়েছে। এজন্য নির্মাতাকে ধন্যবাদ। তার সহযোগিতা ছাড়া এটা করতে পারতাম না।’
লাকী আখন্দের জন্য এই উদ্যোগের প্রশংসা করে অগ্নিলা বলেন, ‘লাকী আখন্দ বাংলাদেশের একজন কিংবদন্তি। তার এমন কিছু গান আমাদের সবার রক্তে মিশে আছে। আমাদের আগের প্রজন্ম এগুলো বেড়ে উঠেছেন। আমরাও এগুলো শুনে বেড়ে উঠেছি। তিনি এখন গুরুতর অসুস্থ। তাকে সহযোগিতা করতে মহতি একটা উদ্যোগ নিয়ে এগিয়ে আসার জন্য প্রাণ-আরএফএলকে ধন্যবাদ।’
Related News

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
দেশের ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানের আসর বসছে আগামীকাল রবিবার (১৭ জানুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনাRead More

অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০। করোনা মহামারির কারণে ২০২০ সালের মূল আয়োজনেরRead More
Comments are Closed