‘রক্ত’র জন্য কাঁদলেন পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি অভিনীত সিনেমা ‘রক্ত’। ঈদুল আজহায় সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে। সিনেমার মুক্তিকে সামনে রেখে গতকাল ৬ আগস্ট বিএফডিসিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ‘রক্ত’ সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে কেঁদে ফেলেন পরীমনি।
এ সময় পরীমনি বলেন, ‘শুটিং শুরুর আগে খুব বেশি সময় পাইনি। চরিত্রের প্রয়োজনে অল্প সময়ের মধ্যে আমার ওজন কমাতে হয়েছে। ফাইট শিখতে হয়েছে। এ সিনেমার জন্য চার কেজি ওজন কমিয়েছি। রক্ত সিনেমার শুটিং করতে গিয়ে প্রথম যে দিন সানিয়া হয়ে ক্যামেরার সামনে দাঁড়াই। তখন শুটিং ইউনিটের সবাই হা করে তাকিয়েছিল- সবারই প্রশ্ন ছিল আমি পারব কি না? শুধু একজনের মধ্যে কনফিডেন্স ছিল তিনি হলেন- রাজেশ খান্না স্যার। তিনি তখন আমার হাত ধরে জিজ্ঞেস করেছিল- সব কিছু ঠিকঠাক? এর পর একটা শট নেয়া হয় এ শটের দৈর্ঘ্য ছিল ৪০ সেকেন্ড। সে শটটা আমি একবারেই পেরেছি।’
তিনি আরো বলেন, ‘ফাইটের দৃশ্যের শুটিংয়ের সময় ওখানে রোদ ও তাপ অনেক বেশি ছিল। আমি একটি জাহাজে শুটিং করছিলাম। জাহাজের স্টিল এত গরম ছিল যে আমার জুতার সোল দুই ঘণ্টার মধ্যে ছুটে যায়। এর পর জুতা সেলাই করে শুটিং করতে হয়েছে। সেখানে এমন অনেক শট দিয়েছি যেগুলোতে ডামি ব্যবহারের কথা থাকলেও ব্যবহার করিনি। শুটিংয়ের সময় সবার অনেক উৎসাহ পেয়েছি। প্রত্যেকটি শটের পর সেটের সবাই হাতে তালি দিয়ে উৎসাহ দিয়েছেন। এ পাওয়া আমার শক্তিকে হাজার গুণে বাড়িয়ে দিয়েছে। একজন মানুষের কাজের পেছনে সব চেয়ে বড় শক্তি উৎসাহ। আর আমি তা রক্ত সিনেমায় পেয়েছি। পুরো টিম আমাকে অনেক সহযোগিতা করেছেন।’
সংবাদ সম্মেলনে সিনেমার প্রযোজক আবদুল আজিজসহ সিনেমা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ব্যয়বহুল এ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত রোশন। এ ছাড়াও আরো অভিনয় করেছেন- অমিত হাসান, আশীষ বিদ্যার্থীসহ অনেকে।
Related News

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
দেশের ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানের আসর বসছে আগামীকাল রবিবার (১৭ জানুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনাRead More

অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০। করোনা মহামারির কারণে ২০২০ সালের মূল আয়োজনেরRead More
Comments are Closed