সিরাজগঞ্জে ব্রীজের রেলিং ভেঙ্গে ট্রাক নদীতে, নিহত দুই

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে পূর্বদেলুয়ায় ব্রীজের রেলিং ভেঙ্গে চিনি বোঝাই ট্রাক নদীতে পড়ে যায়। এতে চালক ও হেলপার দু’জনই নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, চিনি বোঝাই ট্রাকটি ঢাকা থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর যাচ্ছিল। রাত তিনটার দিকে ট্রাকটি পূর্বদেলুয়া ব্রীজের উপর ওঠার পরও রেলিং ভেঙ্গে ট্রাকটি নদীতে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসেন। লাশ ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করেছেন তারা। দুর্ঘটনায় নিহতদের লাশ বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
Related News

চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার অঙ্গীকারবদ্ধ
মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়কমন্ত্রী কাইয়া টিন বলেছেন, ২০১৭ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতেRead More

‘বঙ্গবন্ধু’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়
‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ। এই জয়ের মধ্যRead More
Comments are Closed