Main Menu

সিলেটে দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ২০

সিলেট-সুনামগঞ্জ সড়কের যুগিরগাঁওয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম আলী (৪৫) নামের এক বাস চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন যুগরগাও নামক স্থানে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের (সিলেট-জ-১১-০১৩২) সাথে সিলেট থেকে ছেড়ে যাওয়া ছাতকগামী একটি বাসের (সিলেট-জ -০৪-০০৪০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি বাসের চালক ইব্রাহিমকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত আরো ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দূর্ঘটনার পর প্রায় তিন ঘন্টা এই সড়কে যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুনরায় যান চলাচল শুরু হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


Related News

Comments are Closed