আইসিটি সেক্টরে বাংলাদেশ বিশ্বের রোল মডেল: জয়

বাংলাদেশ নিজস্ব পরিকল্পনা, অর্থ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) ক্ষেত্রে বিশ্বে একটি রোল মডেল হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
জয় বলেন, ‘আজ গর্ব করেই বলতে পারি, আমরা কঠোর পরিশ্রম, পরিকল্পনা ও অর্থ দিয়ে প্রাথমিক অবস্থা থেকে বাস্তবতায় ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছি। কিছু বিদেশি কোম্পানি এ ব্যাপারে কিছু ভূমিকা রাখলেও ডিজিটালাইজেশনের বেশিরভাগ কাজ আমাদের নিজস্ব কোম্পানি করেছে।’
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আইসিটি বিভাগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন জয়।
বাংলাদেশকে ডিজিটাল জগতে নিয়ে যাওয়ায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসাবে সম্প্রতি তিনি আইসিটি ফর ডেভেলপমেন্ট আ্যওয়ার্ড লাভ করায় জয়কে এ সংবর্ধনা দেয়া হয়।
জয় বলেন, ‘আমরা যখন প্রাথমিক পর্যায়ে ডিজিটালাইজেশন করার পরিকল্পনা করি, তখন অনেক বিদেশি কোম্পানি আমাদের দেশ ডিজিটালাইজেশন করে দেয়ার প্রস্তাব দিয়েছিল। তাদের বিশেষজ্ঞ ও জ্ঞান ছিল। আমি তাদেরকে বলেছিলাম, কোনো প্রয়োজন নেই। আমাদের মেধা ও দক্ষতা আছে, আমরা নিজেরাই করতে পারব।’
তিনি বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশের মতো বিশ্বে আর কোন দেশ নেই, এতো অল্প সময়ের মধ্যে একটি দরিদ্র দেশকে ডিজিটালাইজ করেছে। বাংলাদেশে এটি সম্ভব হয়েছে। বাংলাদেশ সমগ্র বিশ্বের সামনে আইসিটির অগ্রগতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে এবং এ সেক্টরে বিশেষজ্ঞ বেরিয়ে আসছে।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জয় বলেন, ‘এখন অন্যান্য দরিদ্র দেশকে ডিজিটালাইজ করতে আমাদের কাছে বিশেষজ্ঞ চাচ্ছে। অনেক দেশ আমাদের কাছে এসেছে, তাদের দেশটিকে ডিজিটালাইজ করে দিতে।’
তিনি বলেন, ‘আইসিটি অ্যাওয়ার্ড লাভ আওয়ামী লীগ সরকারের একটি অর্জন। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ডিজিটাল বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
জয় বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে ডিজিটাল বাংলাদেশ সম্ভব হতো না।’ এজন্য তিনি আইসিটি সেক্টরের সকল কর্মকর্তা ও কর্মচারীর প্রতি এবং আইসিটি ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত ছিলেন। সংবাদ সংস্থা
Related News

করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন
গ্লোব বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। রবিবারRead More

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
দেশের ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানের আসর বসছে আগামীকাল রবিবার (১৭ জানুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনাRead More
Comments are Closed