আওয়ামী লীগের কাউন্সিলে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের কাউন্সিলে বিএনপি না যাওয়ার সিদ্ধান্ত সঠিক। গণতান্ত্রিক পরিবেশ থাকলে যাওয়া যেত।
দুই মাস কারাভোগ শেষে মুক্তি পেয়ে রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গণতান্ত্রিক পরিবেশ না থাকায় আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বিএনপি যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, সরকার দেশের সর্বক্ষেত্রে লেলিহান চালাচ্ছে। তারা জনগণের প্রতিনিধি নয়, নিজেদের জমিদার মনে করে। তারা গোটা রাজধানী দখল করে অবৈধভাবে কাউন্সিল করছে। তারা লাল-নীল ঝাড় বাতি লাগিয়ে ঢাকাকে একাকার করে ফেলছে। এভাবে রাজনৈতিক কাউন্সিল হতে পারে না। এটাকে বর্ণাঢ্য বলা যাবে না। এটা বেহাল্লাপনা।
তিনি বলেন, বিএনপির কাউন্সিলে সরকার বিভিন্নভাবে বাধা দিয়েছে। পথে পথে নেতাকর্মীদের আসতে বাধা দিয়েছে। কাউন্সিলের অনুমতি দিয়েছে দু-তিনদিন আগে। যেন সকলের মনে একটা সন্দেহ জাগে বিএনপি কাউন্সিল করতে পারবে কিনা। আমাদের ব্যানার-পোস্টারও লাগাতে দেয়নি।
এসময় মাহমুদুর রহমান মান্না, মেয়র অধ্যাপক এম এ মান্নান ও হাবিব উন নবী খান সোহেলের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি করেন রিজভী।
Related News

চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার অঙ্গীকারবদ্ধ
মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়কমন্ত্রী কাইয়া টিন বলেছেন, ২০১৭ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতেRead More

করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন
গ্লোব বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। রবিবারRead More
Comments are Closed