আগুনে পুড়ল বিআরটিসির পাঁচটি বাস

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চট্টগ্রামের ডিপোতে থাকা পাঁচটি দোতলা বাস আগুনে পুড়ে গেছে।
হাটহাজারী থানার নতুনপাড়া এলাকায় বুধবার ভোরে এ ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
নগরীর বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক জানান, ভোরে বিআরটিসির পাঁচটি দোতলা বাসে আগুন লাগে। এ সময় ডিপোর পাশের একটি পোশাকশিল্প প্রতিষ্ঠানের কর্মীরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে একটি দোতলা বাস পুরোপুরি পুড়ে গেছে। বাসটি লোহার অবকাঠামো ছাড়া সব পুড়ে যায়। এছাড়া অপর চারটি বাস আংশিক পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার আবদুস সামাদ শিকদার জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রশীদকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগুন লাগার ঘটনা তদন্ত করবে এই কমিটি।
Related News

করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন
গ্লোব বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। রবিবারRead More

নেতৃত্বের দুর্বলতা বিএনপিকে দিন দিন পিছিয়ে দিচ্ছে-ওবায়দুল কাদের
নেতৃত্বের দুর্বলতা আর অস্বচ্ছ রাজনীতি বিএনপিকে ভোটের রাজনীতি থেকে দিন দিন পিছিয়ে দিচ্ছে বলে মন্তব্যRead More
Comments are Closed