আজ শ্যামাপূজা ও দীপাবলি

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উৎসব আজ শনিবার (২৯ অক্টোবর)।
দিনটিতে তাঁরা আজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মঙ্গলময়ী, শক্তিরূপিণী শ্যামা মায়ের পূজার্চনা করবেন। একই সঙ্গে ঘরে ঘরে প্রদীপ জ্বেলে আয়োজন করা হবে দীপাবলি উৎসবের।
দীপাবলি শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, শিখ, জৈন এবং আরও কোনো কোনো ধর্মীয় সম্প্রদায় প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যায় এই উৎসব পালন করে।
সনাতন ধর্মাবলম্বীদের কাছে শ্যামা মা হচ্ছেন শক্তির প্রতীক। অসুর নিধনকারী শক্তির দেবী। তাঁরা বিশ্বাস করেন, সব অন্ধকার দূর করে শ্যামা মা জগতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন।।
শ্যামাপূজা উপলক্ষে দেশের সর্বত্র মন্দিরে ও বিভিন্ন প্রাঙ্গণে মণ্ডপ সাজানো হয়েছে। ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির, সিদ্ধেশ্বরী, রামকৃষ্ণ মঠ ও মিশনসহ বিভিন্ন মন্দিরে কালীপূজা অনুষ্ঠিত হবে। শাঁখারীবাজার ও তাঁতীবাজারে অস্থায়ী পূজামণ্ডপে পূজা হবে।
শ্যামাপূজা উপলক্ষে শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান কমিটি, শ্রীশ্রী রাধাগোবিন্দ জিও ঠাকুর মন্দিরসহ বিভিন্ন মন্দির ও মণ্ডপ কমিটির পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানানো হয়েছে।
শ্যামাপূজা নির্বিঘ্ন রাখতে নেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
Related News

করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন
গ্লোব বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। রবিবারRead More

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
দেশের ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানের আসর বসছে আগামীকাল রবিবার (১৭ জানুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনাRead More
Comments are Closed