খাদিজার উপর হামলাকারীর বিচার দাবিতে মানববন্ধন ও র্যালী

সিলেট সরকারী মহিলা কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারীর বিচার দাবীতে সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের উদ্যোগে নগরীতে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরীর শিবগঞ্জ পয়েন্ট ও তেররতন এলাকায় এ র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘নারীর জন্য নিরপাদ ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই’ এই ¯েøাগানে অনুষ্ঠিত মানববন্ধন ও র্যালীতে কলেজের শিক্ষক ও ছাত্রীরা অংশ নেন।
মানববন্ধনে কলেজের অধ্যক্ষ আবুল কালাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার এ কে এম ফজলুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কর্মকান্ড ও হামলা মেনে নেওয়া যায় না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষদের এগিয়ে আসতে হবে। তা না হলে বদরুলের মত বদ সন্ত্রাসীরা শিক্ষাঙ্গন গুলোকে নিজেদের অভয় আশ্রম হিসেবে গড়ে তুলবে। এসময় তিনি খাদিজার উপর হামলাকারী বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবী জানান।
র্যালী, মানববন্ধনে অন্যান্যেও মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সেন্ট্রাল উইমেন্স কলেজের শিক্ষক আহমদ জিয়া শামস, মো. হাবিবুর রহমান, হোসাইন আহমদ, শাহীন আহমদ, প্রভাষ পাল, অসীম রায়, নুরুন্নাহার, উম্মে শান শান্তা, নাহিয়ান ইসলাম প্রমুখ।
Related News

চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার অঙ্গীকারবদ্ধ
মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়কমন্ত্রী কাইয়া টিন বলেছেন, ২০১৭ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতেRead More

‘বঙ্গবন্ধু’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়
‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ। এই জয়ের মধ্যRead More
Comments are Closed