খালেদা-শি জিনপিং বৈঠক : বাংলাদেশ-চীন সম্পর্ক আরও সুদৃঢ় হবে

বাংলাদেশ সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এসব কথা বলেছেন।
তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের বন্ধন ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন উভয় নেতা।
শুক্রবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিকাল সাড়ে ৫টায় এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় সন্ধ্যা ৬টার পর।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাহিব উদ্দিন আহমেদ প্রমুখ।
দুদিনের সফরে শুক্রবার সকালে বাংলাদেশে পৌঁছেন শি জিনপিং।
খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট।
শি জিনপিংয়ের এই সফরে দুদেশের মধ্যে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করা হয়।
Related News

চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার অঙ্গীকারবদ্ধ
মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়কমন্ত্রী কাইয়া টিন বলেছেন, ২০১৭ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতেRead More

করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন
গ্লোব বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। রবিবারRead More
Comments are Closed