চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ সন্ত্রসী নিহত হয়েছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন র্যাবের দুই সদস্য।
র্যাবের ভাষ্য, নিহত তিনজন ডাকাত দলের সদস্য ছিল। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি র্যাব। এ ঘটনায় পাঁচটি অস্ত্র, তিনটি পিস্তলসহ বিপুল পরিমাণ জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক চন্দন দেবনাথ আজ শনিবার সকালে বলেন, পাঁচ থেকে সাতজনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে -এই সংবাদের ভিত্তিতে র্যাবের টহল দল ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের ধাওয়া করে। এ সময় ডাকাতেরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ডাকাত দলের তিনজন গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ তিনজনকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চন্দন দেবনাথ বলেন, ওই ঘটনায় র্যাবের দুই সদস্যও আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
Related News

চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার অঙ্গীকারবদ্ধ
মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়কমন্ত্রী কাইয়া টিন বলেছেন, ২০১৭ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতেRead More

করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন
গ্লোব বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। রবিবারRead More
Comments are Closed