চ্যানেল আইয়ের ১৮ বছর

বাংলাদেশি বেসরকারি টিভি স্যাটেলাইট চ্যানেল আই আজ শনিবার (১ অক্টোবর) পথচলার ১৮ বছরে পদার্পণ করেছে। সকাল ১১টা ৫ মিনিটে বর্ণাঢ্য আনুষ্ঠানটিকতার মধ্য দিয়ে চ্যানেল আই চেতনা চত্বরে দিনের কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সেখানে আরো উপস্থিত ছিলেন পাঠ ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইনসেপটা ফার্মাসিউটিক্যাল’র ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির, পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন ও মুকিত মজুমদার বাবু, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, নাট্য কেরামত মাওলা, প্রবীন সাংবাদিক কামাল লোহানী, রাহাত খান, বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর জাবেদ আখতার, ডিএমপি কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া, সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, ফকির আলমগীর, আমজাদ হোসেন, কবি হাবিবুলাহ সিরাজী, কবি মো. সামাদ, সুরকাল শেখ সাদি খান, শিল্পী খালিদ হোসেনসহ বিভিন্ন অঙ্গণের সাংকৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনরা।
অতিথিরা প্রিয় ‘চ্যানেল আই’র সাফল্য কামনা করেন। তারা আরো বলেন ‘চ্যানেল আই’ তাদের কার্যপরিধি সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। পরে একটি দলীয় নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সারাদিনের অনুষ্ঠানের সূচনা হয়।
এ সময় সংগীত পরিবেশন করেন সাদি মহম্মদ, শিবলী মোহাম্মদ, খুরশিদ আলম, শাহীন সামাদ, রুমানা ইসলাম, ফেরদৌস ওয়াহিদ প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৯৯ সালের অক্টোবরের ১ তারিখে সম্প্রচার শুরু করে চ্যানেল আই। এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল।
Related News

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী
দেশের ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানের আসর বসছে আগামীকাল রবিবার (১৭ জানুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনাRead More

৬০টি পৌরসভায় যারা মেয়র নির্বাচিত
দ্বিতীয় ধাপে দেশের ৬০টি পৌরসভায় ভোট গ্রহণ শেষ হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরুRead More
Comments are Closed