ঝিনাইদহে এবার কথিত বন্দুকযুদ্ধে নিহত দুইজনের পরিচয় ফাঁস !

জাহিদুর রহমান তারিক- ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে এবার কথিত বন্দুকযুদ্ধে নিহত দুইজনের পরিচয় ফাঁস হয়েছে। ‘বন্দুকযুদ্ধে’ নিহতরা জামায়াত-শিবিরের নেতা ছিল।
নিহতরা হলেন-ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকার শমসের মোল্লার ছেলে ও পৌর জামায়াতের আমির জহুরুল ইসলাম (৩৮) এবং অপরজন শহরের আরাপপুর এলাকার ইউসুফ আলীর ছেলে ও ঢাকা মহানগর (পশ্চিম) শিবিরের উপদেষ্টা তারিক হাসান সবুজ (৩২)।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী জানান, সকালে নিহতদের স্বজনেরা এসে মরদেহ সনাক্ত করেন। পরে বিভিন্ন থানায় খোঁজ নিয়ে জানতে পেরেছি জহুরুল ইসলামের নামে বিভিন্ন থানায় ৭টি এবং তারিক হাসান সবুজের নামে একটি মামলা রয়েছে।
Related News

চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার অঙ্গীকারবদ্ধ
মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়কমন্ত্রী কাইয়া টিন বলেছেন, ২০১৭ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতেRead More

‘বঙ্গবন্ধু’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়
‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ। এই জয়ের মধ্যRead More
Comments are Closed