Main Menu

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় বাস ও নসিমনের সংঘর্ষে নসিমনের দুই যাত্রী নিহত ও তিন যাত্রী আহত হয়েছে।

বুধবার সকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাউসার খলিফা (৫৮) ও ফটিক মালো (৩৮)।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ এজাজুল ইসলাম জানান, বুধবার সকালে একটি নসিমন যাত্রী নিয়ে পাশের সড়ক থেকে হাইওয়েতে প্রবেশ করলে মাদারীপুরগামী একটি লোকাল বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নসিমনের দুই যাত্রী নিহত ও তিন যাত্রী আহত হয়।

আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।


Related News

Comments are Closed