Main Menu

বদরুলকে শাবি থেকে বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অর্থনীতি বিভাগের অনিয়মিত শিক্ষার্থী বদরুল আলমকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় তাকে বহিষ্কার করা হয়।

শাবির উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুরো ঘটনা খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- শাবির শাহপরান হলের দায়িত্বপ্রাপ্ত প্রভোস্ট শাহেদুল হোসাইন ও সহকারী প্রক্টর ড. মুনশী নাসের ইবনে আফজাল।

কমিটিকে যত দ্রুত সম্ভব প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান উপাচার্য আমিনুল হক ভুঁইয়া।

প্রসঙ্গত, কথিত প্রেমিক বদরুলের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হওয়া খাদিজা বেগম নার্গিস ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।


Related News

Comments are Closed