সাইকেলে করে হজে যেতে চান তিনি

সাইকেলে করে হজে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন জাফর ফরাজী নামের এক ব্যক্তি।
তিনি বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। বাই সাইকেলে করে ইতিমধ্যেই দেশের ৫০টি জেলায় ভ্রমণ করেছি। শেষ ইচ্ছা হলো সাইকেল ভ্রমণ করে পবিত্র নগরী মক্কায় হজ করা। তবে ভিসা জটিলতার কারণে তা সম্ভব হয়ে উঠছে না।’
বোরবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনে এমন কথা বললেন মাদারীপুরের কালকিনির কমলাপুর গ্রামের জাফর ফরাজী।
তিনি আরো বলেন, ‘আমাকে বাইসাইকেলে করে হজ করতে হলে ভারত, চীন, তাজিকিস্তান, উজবেকিস্থান, তুর্কমেনিস্তান, ইরান ও কুয়েত হয়ে সৌদি আরবে যেতে হবে। কিন্তু ইরাক ও আফগানিস্তানে দিয়ে ইরান হয়ে সৌদি আরব যেতে পারলে আমার জন্য সহজ হতো। কিন্তু ইরাক ও আফগানিস্তান যাওয়ার অনুমতি মিলছে না পররাষ্ট্র মন্ত্রণালয়ে থেকে। বলা হচ্ছে, যুদ্ধবিধ্বস্ত এ দুটি দেশে যেতে অনুমতি আপাতত দেওয়া যাবে না। এ কারণে ৬৪ বছর বয়সে জীবনের শেষ ইচ্ছা পূরণ করা সম্ভব হচ্ছে না।’
ফরাজী বলেন, ‘প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি সৌদি আরব যেতে আমাকে পাঁচটি ডিও লেটার দেন। পাঁচটি দেশের অনুমোদন দেওয়া হলেও এর মধ্যে দুটি দেশের ভিসা পাওয়া গেছে। বাকি তিনটি দেশের ভিসা এখনো পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে আমি এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিমের সঙ্গে এক মাস সাইকেলে করে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছি। আর এ কাজ করতে গিয়ে নিজের ভিটেমাটি খুইয়েছি। এখন হজ করতে পারলে নিজের জীবনের শেষ চাওয়া পূরণ হবে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করছি।’
Related News

চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার অঙ্গীকারবদ্ধ
মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়কমন্ত্রী কাইয়া টিন বলেছেন, ২০১৭ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতেRead More

করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন
গ্লোব বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। রবিবারRead More
Comments are Closed