সিলেটে থেমে থেমে চলছে গুড়ি গুড়ি বৃষ্টি

সিলেট মহানগরীতে বুধবার দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে। মঙ্গলবার রাত থেকে শুরু হয়ে থেমে থেমে বৃষ্টি চলছেই। টিপ টিপ বৃষ্টি আর মেঘলা আবহাওয়া নগরবাসীর কাছে হয়ে দাঁড়িয়েছে মাথা ব্যথার কারণ। তবে ছুটির দিন হওয়াতে অনেকটাই ফাঁকা রয়েছে নগরী।
বৃষ্টির কারণে সকাল থেকেই প্রধান প্রধান সড়কগুলোয় যানবাহন চলাচল কম। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। যারা বের হয়েছেন তাদের সঙ্গী ছিল ছাতা। দোকানপাট ও বিভিন্ন বিপণিকেন্দ্রে লোকজনের উপস্থিতি তুলনামূলক কম। রিকশা ও অটোরিকশা চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে বেশি ভাড়া। তাছাড়া বৃষ্টির কারণে মানুষগুলোকে পড়তে হচ্ছে অসুবিধার মুখে।
বেলা আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যনৱ থেমে থেমে বৃষ্টি হচ্ছিল।
Related News

চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার অঙ্গীকারবদ্ধ
মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়কমন্ত্রী কাইয়া টিন বলেছেন, ২০১৭ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতেRead More

‘বঙ্গবন্ধু’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়
‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ। এই জয়ের মধ্যRead More
Comments are Closed