হবিগঞ্জে খুনের দায়ে পাঁচজনের ফাঁসির রায়

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে মোক্তাদির আলী নামের এক যুবককে হত্যার দায়ে পাঁচজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।
মঙ্গলবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহফুজা পারভিন ১৪ বছরের আগের এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।
রায়ে পাঁচজনের সর্বোচ্চ সাজার আদেশের পাশাপাশি ২৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন বিচারক।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার গোয়ালজুর গ্রামের আনিস মিয়া, ফরাশ মিয়া, জমসেদ, বজলু মিয়া ও নুরুল মিয়া।
রায় ঘোষণার সময় আনিস মিয়া, ফরাশ মিয়া ও বিভিন্ন মেয়াদে দণ্ডিত ১৩ জন আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পিপি সালেহ উদ্দিন আহমেদ ।
মামলার বিবরণ থেকে জানা যায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোয়ালজুর গ্রামের মোছদ্দর আলীর ছেলে মোক্তাদির আলীকে ২০০২ সালের ২০ ফেব্রুয়ারি বাড়ির পাশে হাওড়ের জমিতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
এপিপি বলেন, ঘটনার দিন নিহতের বড় ভাই মোশাহিদ আলী নবীগঞ্জ থানায় ৪০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের জুলাই মাসে ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলা চলাকালীন সময়ে তিন আসামি মারা যায়।
Related News

চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার অঙ্গীকারবদ্ধ
মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়কমন্ত্রী কাইয়া টিন বলেছেন, ২০১৭ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতেRead More

‘বঙ্গবন্ধু’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়
‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ। এই জয়ের মধ্যRead More
Comments are Closed