১৫ আগস্ট জন্মদিন : খালেদার বিরুদ্ধে পরোয়ানা জারির আবেদন

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালনের ঘটনায় করা নালিশি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে বাদীপক্ষ। খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় এ আবেদন করা হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী দুলাল মিত্র।
দুলাল মিত্র বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের দেওয়া সমন জারি হয়ে ফেরত এসেছে। কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে আদালতে। ওই আবেদনের ওপর আদেশের জন্য আদালত আগামী দুই নভেম্বর দিন ধার্য করেছেন। ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ দিন ধার্য করেন।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, এ ধরনের মামলা সম্পূর্ণ মিথ্যা।
চলতি বছরের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে নালিশি মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে খালেদা জিয়াকে ১৭ অক্টোবর হাজির হওয়ার নির্দেশ দেন।
মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, ১৯৯৬ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ইচ্ছাকৃতভাবে ভুয়া জন্মদিনে উৎসব করেন খালেদা জিয়া ও তাঁর দলের নেতা-কর্মীরা। ওই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নামে কুৎসা ও বানোয়াট কথা বলা হয়। এ কারণে নালিশি মামলাটি করা হয়েছে।
Related News

হরিণাকন্ডুুতে বাল্যবিবাহ : কনের বাবাকে জেল
ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকন্ডুুতে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কনের বাবা ও বরের চাচাকে ছয় মাস করে বিনাশ্রমRead More

গাজীপুরে ফু-ওয়াং ফুডসকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন করায় গাজীপুরে ফু-ওয়াং ফুডসকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।Read More
Comments are Closed