সোমবার, অক্টোবর ১৭, ২০১৬
আওয়ামী লীগের সম্মেলন ঘিরে উৎসবের আমেজ

আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল। চলছে জোর প্রস্তুতি। এ জন্য গোটা রাজধানীতে সাজসাজ রব। সম্মেলনে অংশ নেবেন ১৩,১৪০ কাউন্সিলর ও ডেলিগেট। ইতিমধ্যে এদের অনেকেই রাজধানীতে আসতে শুরু করেছেন। সম্মেলন ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের সড়ক প্রস্তুত করা হচ্ছে। সম্মেলন উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোকেও সাজানো হচ্ছে রঙিন সাজে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেও কাউন্সিলকে কেন্দ্র করে চলছে জোর প্রস্তুতি। সম্মেলন সফল করার বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগের এই সম্মেলন হবে ইতিহাসের অংশ। আমরা ইতিহাস সৃষ্টি করতেRead More
প্রেম করছি না, আমি সিঙ্গেল: ভাবনা

কোন্ তারকা কার সঙ্গে প্রেম করছেন, কাকে বিয়ে করছেন এ নিয়ে প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা বিভিন্ন আড্ডায় আলোচনা শোনা যায়। সম্প্রতি বাংলাদেশী অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে ঘিরে প্রেমের গুঞ্জন চাউর হয়েছিলো। ছড়িয়েছিলো অনেক কথা তবে সেসব কথাকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়ে নিজেকে সিঙ্গেল হিসেবেই দাবি করেছেন তিনি। তার নিজস্ব ফেসবুকে এক পোস্টে ভাবনা জানান, ”আমি কারো সঙ্গে সম্পর্কে নেই। তাই কেউ আমাকে নিয়ে সংশয়ে থাকবেন না। হ্যাঁ, মিডিয়ায় কিছু ঘনিষ্ঠ বন্ধু রয়েছেন। তার মানে এই নয়, আমি প্রেম করছি। বিয়ে না হওয়া পর্যন্ত আমি সিঙ্গেল।” এর আগে একRead More
উন্নয়নে বিশ্ব ব্যাংকের জোরালো ভূমিকা প্রত্যাশা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্ব আরো জোরদার করার আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দেশের উন্নয়ন প্রয়াসে আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক আরো জোরালো ভূমিকা রাখবে। তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা, আমাদের উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বিদ্যমান অংশীদারিত্ব ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। বিশ্বব্যাংক আমাদের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। আমাদের এই প্রয়াসে বিশ্বব্যাংক আরও জোরালো ভূমিকা রাখবে- এ প্রত্যাশা করছি।’ প্রধানমন্ত্রী এ সময় দেশের সব উন্নয়ন পরিকল্পনা, ‘রূপকল্প ২০২১’ এবং ‘রূপকল্প ২০৪১’ জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্য-অশিক্ষা এবং বঞ্চনামুক্ত ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে প্রণীত বলেও উল্লেখ করেন। শেখ হাসিনা সোমবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতিRead More
‘আমরা কওমিবিরোধী নই। যারা বিরোধিতা করবে, তাদের রুখে দিতে হবে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা কওমিবিরোধী নই। যারা বিরোধিতা করবে, তাদের রুখে দিতে হবে।’ সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘মাদ্রাসা শিক্ষাসনদ : গুরুত্ব ও প্রয়োজনীয়তা’শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আয়োজন করে কওমী মাদ্রাসা শিক্ষা পরিষদ। সম্মেলনে আলেমদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাদের জঙ্গি ও মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে আরো কথা বলতে হবে। আপনারা কথা বলছেন দেখেই আমরা তাদের প্রতিরোধ করতে পারছি। ইসলামের শত্রুদের রুখে দিতে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’ আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘দেশে হঠাৎ করেই ইসলামের নামে মানুষ হত্যা শুরু হয়। মানুষ হত্যা করলে নাকি বেহেশতে যাওয়াRead More
খাদিজার ডান হাতের অস্ত্রোপচার সম্পন্ন

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রলীগ নেতার হামলার শিকার সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ডান হাতের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তার ভাই শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন। স্কয়ার হাসপাতালের অর্থোপেডিক বিভাগের পরামর্শক ডা. মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ‘প্রায় দুই ঘন্টায় ডান হাতের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শিগগিরই নার্গিসের বাম হাতের অপারেশন হবে।’ তিনি জানান, ‘দ্রুত তার ডান হাতের অবস্থা পরিবর্তন হবে।’ সোমবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১২ দিকে অস্ত্রোপচার শুরু হয় বলে জানান নার্গিসের চাচা আবদুল কুদ্দুস। রোববার স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিন সাংবাদিকদেরRead More
বেলজিয়াম আওয়ামীলীগ এর সভাপতি সহীদ সম্পাদক রতন নির্বাচিত

আবু তাহির,ব্রাসেলস : গত রবিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের চেরিস ইউনিভার্সিটির হলরুমে বিপুল সংখ্যক বেলজিয়ামে বসবাসরত আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতিতে সাংগঠনিক নিয়ম অনুযায়ী তিন বছরের জন্য কমিটি গঠন করা হয়। দুই পর্বে সাজানো সম্মেলনে প্রথম অধিবেশনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলজিয়াম আওয়ামীলীগ এর আহবায়ক হুমায়ুন মাকসুদ হিমু। বেলজিয়াম আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক বাবু নিরঞ্জন রায় এর পরিচালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের প্রচার সম্পাদক খোকন শরীফ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেলজিয়ামে বাংলাদেশী প্রথম কাউন্সিলার মোতাহের হোসেন চৌধুরী, হল্যান্ড আওয়ামীলীগের সিনিয়র নেতা শাহাদৎ হোসেন তপন, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেনRead More