Main Menu

আহত পরিণীতি

হাঁটুতে চোট পেলেন পরিণীতি চোপড়া। তার আসন্ন ছবি ‘টাকাডুমের’ শুটিংয়েই চোট পেয়েছেন তিনি।

সম্প্রতি দিওয়ালি সেলিব্রেশনে নিউ দিল্লী যাওয়ার সময় তাকে পায়ে ব্যান্ডেজ করা অবস্থায় দেখতে পাওয়া যায়। আপাতত বিশ্রাম নিচ্ছেন তিনি, সুস্থ হলেই শুরু করবেন শুটিং।

এদিকে,পশ্চিমী দুনিয়ায় ইতোমধ্যেই সাড়া ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

এবার তিনি খবরে এলেন জনপ্রিয় টক শোতে প্রশ্নের যোগ্য জবাব দিয়ে। যদিও ঘাবড়ে গিয়েছিলেন প্রথমে তবে সামলে উঠেই বাজিমাত্করলেন পিগি।


Related News

Comments are Closed