কুমিল্লার তিতাসে গুলিতে ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার এক সহযোগী দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গৌরীপুর বাসস্ট্যান্ড এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চেয়ারম্যান মনির হোসেন সরদার (৪৫) ও তার সহযোগী মহিউদ্দিন (৩০)। মঙ্গলবার সকালে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
জানা গেছে, সকালে গৌরীপুর বাসস্ট্যান্ডে ইউপি চেয়ারম্যান মনিরসহ সাত-আট জনের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় মনির ও মহিউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, নিহত দুজনের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে মঙ্গলবার সকালে ৭টার দিকে গুলির ঘটনা ঘটে।
Related News

চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার অঙ্গীকারবদ্ধ
মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়কমন্ত্রী কাইয়া টিন বলেছেন, ২০১৭ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতেRead More

করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন
গ্লোব বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। রবিবারRead More
Comments are Closed