জগন্নাথপুরে মায়ের সঙ্গে অভিমানে স্কুল ছাত্রের আত্মহত্যা

জগন্নাথপুর পৌর এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে সজিব দাস (১২) নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দিরাই উপজেলার শালিয়ারগাও গ্রামের প্রমোদ দাস দীর্ঘদিন ধরে পৌর এলাকার জগন্নাথপুর গ্রামে স্ত্রী সন্তান নিয়ে বাড়ি ভাড়া করে বসবাস করে আসছিলেন। তাদের পুত্র সজিব দাস। সে জগন্নাথপুর মডেল আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। সজিব প্রায়ই স্কুল কামাই করত এবং পড়াশুনায় অমনোযোগী ছিল। পড়াশুনা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে ঘটনার দিন পরিবারের লোকজনের অগোচরে বসতঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন তার মরদেহ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। কোন ধরনের অভিযোগ না থাকায় পুলিশ পরিবারের লোকজনের নিকট তার লাশ হস্তান্তর করেছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মায়ের সঙ্গে অভিমান করে ছেলেটি আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Related News

চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার অঙ্গীকারবদ্ধ
মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়কমন্ত্রী কাইয়া টিন বলেছেন, ২০১৭ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতেRead More

‘বঙ্গবন্ধু’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়
‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ। এই জয়ের মধ্যRead More
Comments are Closed