জাহাঙ্গীরনগরে প্রজাপতির মেলা

জাবি প্রতিনিধি :সাগর কর্মকার :
লাল ইটের দালান আর নয়নাভিরাম সবুজের চাদরে আবৃত আবাসিক ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণিবৈচিত্র্যের জুড়ি নেই। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিখ্যাত এই বিশ্ববিদ্যালয়ের শ্রী আরও বহুগুণ বাড়িয়ে দেয় সাতরাঙা প্রজাপতির ওড়াউড়ির মিছিল। চোখজুড়ানো এসব প্রজাপতি ক্যাম্পাসে সকাল-সন্ধ্যায় চরে বেড়ায়। ভোরের প্রথম কিরণে ও সাঁঝবেলায় প্রজাপতির এ-ফুল থেকে ও-ফুলে মধু অন্বেষণ ও ওড়াউড়ির মাঝে খুনসুটি সবার আনন্দের অনুষঙ্গ।
উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তমবারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে শুক্রবার দিনব্যাপী এই বর্ণিল প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে দশটায় জহির রায়হান মিলনায়তনের সামনে এ মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউসিএনর (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার) বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমেদ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু ও বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার প্রমুখ । মেলার উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালী জহির রায়হান মিলনায়তন থেকে শুরু হয়ে শহীদ মিনার প্রদক্ষিণ করে জহির রায়হান মিলনায়তনে গিয়ে শেষ হয়।
মেলা সকাল ৯টায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে। দিনব্যাপী এ মেলার আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), আলোকচিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রতিযোগিতা, হাট দর্শন (জীবন্ত প্রজাপতি প্রদর্শন), অরিগামি, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বিতর্ক (প্রজাপতি ও জলবায়ু পরিবর্তন), প্রজাপতি চেনা , ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
প্রজাপতি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রজাপতির ভূমিকা তুলে ধরে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১০ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে দেশের একমাত্র প্রজাপতি মেলা।
Related News

চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার অঙ্গীকারবদ্ধ
মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়কমন্ত্রী কাইয়া টিন বলেছেন, ২০১৭ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতেRead More

‘বঙ্গবন্ধু’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়
‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ। এই জয়ের মধ্যRead More
Comments are Closed