ঝিনাইদহে পল্লী বিদ্যুতের মিটার রিডারদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল

জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে পল্লী বিদ্যুতের মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চুক্তিবাতিলের প্রতিবাদে ও চাকুরী স্থায়ী করনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালন করা হয়েছে।
মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ লীগ জেলা শাখার উদ্দোগে এসব কর্মসুচী পালন করা হয়। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে পল্লী বিদ্যুৎ সমিতির সামনের সড়কে বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্লী বিদ্যুৎ সমিতির মুল ফটকে এসে শেষ হয়। সেখানে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এসময় সংগঠনের জেলা সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারন সম্পাদক মহিউদ্দিন, সংগঠনের নেতা মোহাম্মদ সাঈদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা পল্লী বিদ্যুতের মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চুক্তি বাতিলের প্রতিবাদ ও চাকুরী স্থায়ী করনের জন্য সরকারের নিকট দাবি জানান। তাদের দাবি মানা না হলে পরবর্তিতে আরো কঠোর কর্মসুচি দেওয়ার ঘোষণা দেন তারা।
Related News

গাজীপুরে ৫শ অবৈধ গ্যাস সংযোগ কর্তন, কারাদন্ড ১
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করায় একজনকে কারাদন্ড ও চারজনকে এক লাখ ৭০ হাজারRead More

টঙ্গীতে শীর্ষ মাদক ব্যবসায়ী স্বপনের আত্মসমর্পণ
মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী : গাজীপুর ও টঙ্গীর শীর্ষ মাদক ব্যবসায়ী মাহবুবুর রহমান স্বপন (৩২)Read More
Comments are Closed