প্রধানমন্ত্রীর কোলে সাকিব-তামিমের সন্তানরা

ডেস্ক: সাকিব আল হাসান কন্যা আলাইনা এবং তামিম ইকবালের পুত্র আরহামের বয়সের খুব বেশীদিনের ব্যবধান নয়। তাদের নিয়ে মানুষের আগ্রোহ বেশ। এবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কোলে উঠেছেন তারা দুজনই।
এরপর ফেসবুকে আলাইনার মা লিখছেন, “আলাইনা তার সঙ্গ খুব উপভোগ করেছে।”
একটি অনুষ্ঠানে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিমন্ত্রিত হয়ে গিয়েছিল সাকিব আল হাসান ও তামিম ইকবালের পরিবার।
সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির চারটি ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক প্রোফাইল পেজে। সেখানে লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ আনন্দেরই ব্যাপার। আলাইনা তার সঙ্গ খুব উপভোগ করেছে। দারুণ সময় কাটল। আলহামদুলিল্লাহ।”
তামিমের স্ত্রী আয়েশা তার প্রোফাইলে দুটি ছবি দিয়েছেন। একটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোলে দেখা যাচ্ছে আরহামকে। পাশে বাবা-মা। আয়েশা লিখেছেন, “প্রধানমন্ত্রীর সাথে দেখা করা খুব সম্মানের ব্যাপার। তার নাতির জন্মদিনের অনুষ্ঠানে সময়টা দারুণ কাটল।”
Related News

‘বঙ্গবন্ধু’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়
‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ’ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ। এই জয়ের মধ্যRead More

গাজীপুরে বঙ্গবন্ধু ক্রীকেটলীগ শুরু
মানিক সরকার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গাজীপুরে শুরু হলোRead More
Comments are Closed