Main Menu

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

ডেস্ক: নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মধ্যরাতে সাউথ আইল্যান্ডে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল অ‌্যাম্বারলে থেকে ৪৬ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিম, ক্রাইস্টচার্চ থেকে ৮৬ কিলোমিটার উত্তর-উত্তর পূর্বে; উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এরপর ৪০ মিনিটের মধ‌্যে কাছাকাছি এলাকায় ৬.২ ও ৫.৭ মাত্রার আরও দুটি ভূমিকম্প অনুভূত হয়।

বিবিসির খবরে বলা হয়, ভূমিকম্পের রাজধানী ওয়েলিংটনের ভবনগুলোও ভূমিকম্পে কেঁপে ওঠে এবং আতঙ্কিত লোকজন মধ‌্যরাতে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।

স্থানীয় এক বাসিন্দাকে উদ্ধৃত করে বিবিসির খবরে বলা হয়, ‘প্রচণ্ড ঝাঁকুনির মধ‌্যে আমাদের ঘুম ভাঙলো। অনেক দীর্ঘ সময় ধরে দুলুনি চলছিল’।

প্রাথমিকভাবে শেভিয়ট শহরে কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


Related News

Comments are Closed