শৈলকুপায় পাউবো’র পানিতে শতাধিক বসতবাড়ি প্লাবিত, ফসলের ব্যাপক ক্ষতি !

জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর কেনেল ভেঙ্গে শতাধিক বসতবাড়ি প্লাবিত হয়েছে। এতে পানবরজ, হলুদ. ফলজ-বনজ ক্ষেত সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
গ্রামবাসী বলেন, সোমবার রাতে শৈলকুপা উপজেলার কাজীপাড়া গ্রামে আলমডাঙ্গা প্রধান কেনেলের হঠাৎ ভেঙ্গে যায়। এর পর রাতভর গ্রামটিতে পানি ঢুকতে থাকে। পানিতে শতাধিক কাঁচা বসতঘর ক্ষতিগ্রস্থ হয়, পুকুরের মাছ,ভেসে যায়। কয়েকটি গবাদিপশু মারা গেছে।
এদিকে পানিতে ব্যাপক ক্ষতি হয়েছে পানবরজ, হলুদ ক্ষেত সহ বিভিন্ন ফসলের। ক্ষতি হয়েছে আম বাগান সহ বিভিন্ন ফলজ-বনজ ক্ষেতের।
কাজীপাড়া গ্রামের আবুল কালাম জানান, তাদের ৭টি ছাগল মারা গেছে হঠাৎ ঘরে ঢুকে পড়া পানিতে। রোজিনা খাতুন জানায়, তাদের বেশকিছু মুরগি মারা গেছে। গ্রামের ফরিদ হোসেন, লুৎফর রহমান জানান, কেনেলের পাড় ভেঙ্গে পানি ডুকে পান বরজ, হলুদ ক্ষেত সহ বিভিন্ন ফসলের ক্ষেতের ক্ষতি হয়েছে। অনেক কৃষকের ফলজ-বনজ বাগানে পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে ফুলহরি ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল হোসেন জানান, তাদের ইউনিয়নের কাজীপাড়া গ্রামে আলমডাঙ্গা কেনেলের কাজিপাড়া অংশের পাড় রাতে হঠাৎ ভেঙ্গে গেছে। এতে রাতভর পানি ঢুকে গ্রামটিতে, কাচাঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে। পানিউন্নয়ন বোর্ডের কুষ্টিয়া ভেড়ামারার প্রধান কেনেল যেটি আলমডাঙ্গা খাল বলে পরিচিত সেটা ভেঙ্গেছে।
পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহের শৈলকুপা উপ-বিভাগীয় প্রকৌশলী কনক কুমার বিশ্বাস জানিয়েছেন, কেনেলে পানির চাপে পাড় ভেঙ্গে গেছে। এতে গ্রামটিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। দ্রুত মেরামত ও ক্ষতিগ্রস্থদের সহায়তার চেষ্টা করা হবে বলে জানান।
Related News

৬০টি পৌরসভায় যারা মেয়র নির্বাচিত
দ্বিতীয় ধাপে দেশের ৬০টি পৌরসভায় ভোট গ্রহণ শেষ হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরুRead More

২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ৮৪৯.মৃত্যু ২২
গত ২৪ ঘণ্টায় দেশে ৮৪৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে ৮৪৯ জনRead More
Comments are Closed