Main Menu

সিলেট নগরীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সিলেট নগরীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে নগরীর ভাতালিয়া এলাকায় মসজিদের সামনের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত সৌরভ (৭) ভাতালিয়ার হেলাল মিয়ার বাসার ভাড়াটে ইমরান আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর থেকে নিখোঁজ ছিল সৌরভ। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রাতে তার সন্ধানে এলাকায় মাইকিংও করা হয়েছিল। সোমবার সকালে মসজিদের সামনের পুকুরে তার লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তার মরদেহটি উদ্ধার করা হয়। সৌরভ সাতার জানত না, গোসল করতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।


Related News

Comments are Closed