Main Menu

লন্ডনের বাঙালী এলাকায় ছুরিকাঘাতে একজনের মৃত্যু

পূর্ব লন্ডনের বাঙালী অধ্যুষিত বো এলাকায় আবারো ছুরিকাঘাতে ৪০ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বো এলাকার ইলিং ক্লোজ এলাকায় এঘটনা ঘটে।

ঘটনাস্থলে আধা ঘন্টার মধ্যে অ্যাম্বোলেন্স ও ডাক্তার আসলেও আহত ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয়নি।। এঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পুলিশি তদন্ত চলছে।

গত ১১ এপ্রিল পূর্ব লন্ডনের মাইল এন্ড এলাকার ওয়েগার ষ্ট্রীটে কয়েকজন তরুণের ছুরিকাঘাতে নির্মম ভাবে প্রান হারান বাংলাদেশী বংশোদ্ভূত ২০ বছর বয়সী যুবক জামিনুর। জামিনুরকে নির্মমভাবে তার মায়ের সামনেই হত্যা করা হয়।

তার নামাজে জানাজা ১২ মে শুক্রবার ইস্ট লন্ডন মাসজিদে বাদ জুম্মা অনুষ্ঠিত হয় । তার ১দিন পরে আবারো আরেকজনকে ছুরিকাঘাতে নির্মম ভাবে প্রাণ হারাতে হয়।
এদিকে লন্ডনে উল্লেখ্যযোগ্য হারে নাইফ ক্রাইম বেড়ে যাওয়ায় গত ১৬ দিনে ১১ জনের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে।

সম্প্রতিক এধরণের ঘটনায় জনমনে উদ্বেগের সৃস্টি হয়েছে।- সূত্র ইভিনিং স্টান্ডার্ড।


Related News

Comments are Closed