Main Menu

শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার ‘পাগড়ী’ প্রদান ১৬ মে

সিলেট নগরীর রায়নগর দর্জিপাড়া এলাকায় অবস্থিত ‘শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার’ হিফযুল কুরআন সমাপনীদের পাগড়ী প্রদান আগামী ১৬ মে মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি আল­ামা তফজ্জুল হক হবিগঞ্জী। সভাপতিত্ব করবেন, মাসিক মদীনা সম্পাদক জমিয়তের সাবেক নির্বাহী সভাপতি আল­ামা মুহি উদ্দীন খান (রাহ.) এর অন্যতম সহযোদ্ধা, সৈয়দপুর আলীয়া মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ আব্দুন নূর সাহেব। এছাড়া বরেণ্য উলামা-মাশায়েখ উপস্থিত থাকবেন। উক্ত মহতি মাহফিলে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন জামেয়ার প্রিন্সিপাল সৈয়দ ছালিম আহমদ কাসিমি।- প্রেস বিজ্ঞপ্তি


Related News

Comments are Closed