Main Menu

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৪ বাংলাদেশি নিহত

সৌদি আরবের হাফার আল বাতেন থেকে ২০০ কিলোমিটার দূরে উম্মে জম জম এলাকায় সড়ক দূর্ঘটনায় একেই পরিবার ৩ জন সহ ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। দুইজন গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে ভর্তি আছে।

নিহতের প্রতিবেশি ইসরাফীল চৌধুরী কিরন জানান, আব্দুল আজিজ শাশুরী, স্ত্রী, ছেলে এবং মেয়েকে নিয়ে উমরাহ পালন করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ, মেয়ে, ছেলে আরাফাত, এবং গাড়ী চালক মাসুদ মারা গেছেন।

নিহন আব্দুল আজিজের বাড়ি ফেনী বলে জানা গেছে।তিনি হাফারেল ব্যাবসায়ী গত এক সাপ্তাহ আগে দুই সন্তান স্ত্রী ও শাশুড়ি কে নিয়ে আসে সৌদি আরবে।

শুক্রবার ওমরাহ শেষ করে বাফারেল বাতেন যাওয়ার পথে শনিবার ভোর ৫টায় এই সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজের দুই সন্তান ও গাড়ির ড্রাইভার মাসুদ ঘটনার স্থলে মারা যায়।


Related News

Comments are Closed