Main Menu

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ইতালির ব্রেসিয়া এলাকায় হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। ওই ব্যক্তির নাম ওয়ালী উল্লাহ (৩৫)। নিহত ওয়ালী উল্লাহর বাড়ি সাতক্ষীরা জেলায়।

স্থানীয় সময় গতকাল রবিবার (৩ জুন) এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ওয়ালীউল্লাহ প্রাইভেটকার নিয়ে ইতালির এক শহর থেকে আরেক শহর ভেরোনায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙে গাড়িটি দুমড়ে-মুচড়ে উল্টো গেলে তিনি ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত ওয়ালী উল্লাহর বাড়ি সাতক্ষীরায়।

ওয়ালীউল্লাহ’র মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষ হলে লাশ বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ওয়ালী উল্লাহ ব্রেসিয়া স্টেশন সংলগ্ন এলাকায় ব্যবসা করতেন। তার স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা দেশে বসবাস করছে।

ইতালির ব্রেসিয়া বৃহত্তর কুমিল্লা সমাজের সভাপতি অ্যাড. নুরুল হকসহ সকল বাংলাদেশিরা ওয়ালী উল্লাহর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Share Button

Related News

Comments are Closed