সাংবাদিকদেরকে একটি নির্দিষ্ট প্লাটমর্মে আনা হবে
প্রকাশিত হয়েছে : ৮:৪৪:১২,অপরাহ্ন ০১ সেপ্টেম্বর ২০১৮ | সংবাদটি ৭৪ বার পঠিত

একটি সুষ্ঠু নীতিমালার মাধ্যমে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষে কাজ করছি। বিদেশে সাংবাদিকদের সংখ্যা নিরুপন করা যায়। কিন্তু বাংলাদেশে সাংবাদিকের প্রকৃত সংখ্যা বলা যায় না। তাই রেজিষ্ট্রেশনের মাধ্যমে একটি নির্দিষ্ট ফর্মে সাংবাদিকদেরকে আনা হবে।
গাজীপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় কালে শনিবার বিকেলে গাজীপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ ওই কথা বলেন।
তিনি আরো বলেন বাংলাদেশের সংবাদপত্র, সংবাদ সংস্থা এবং সাংবাদিকদের জন্য অনুসরণীয় ২৫ টি আচরণ বিধি রয়েছে। ওই বিধিগুলো মেনে চললে কোন সাংবাদিক বিপদের সম্মুখিন হবে না। দেশে সুষ্ঠু ধারার সাংবাদিকতা প্রচলিত হবে। দূরীভূত হবে হলুদ সাংবাদিকতা।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধূরীর সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাদস্য স্বপন দাশ গুপ্ত ও পিআইবি’র সিনিয়র গবেষক শামীমা চৌধুরী। গাজীপুর সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) সভাপতি আতাউর রহমানের সঞ্চালনায় ওই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল, দৈনিক মুক্ত বলাকা’র সম্পাদক মোঃ আলমগীর হোসেন, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রোমান শাহ আলম, সাধারণ সম্পাদক এম এ ফরিদ, সাপ্তাহিক ভাওয়াল’র প্রকাশক মোঃ মনিরুজ্জামান প্রমুখ।