সড়ক দুর্ঘটনায় মলদোভার প্রেসিডেন্ট গুরুতর আহত
প্রকাশিত হয়েছে : ৮:৪৫:১৮,অপরাহ্ন ০৯ সেপ্টেম্বর ২০১৮ | সংবাদটি ৭৪ বার পঠিত

মলদোভার প্রেসিডেন্ট ইগোর দোদন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
মলদোভার রাজধানী সিসিনাও এর উত্তর-পূর্ব দিকে অবস্থিত স্ট্রাসেনি শহরের কাছে এ ঘটনা ঘটে।
টুইটারে প্রকাশিত ছবিতে দেখা যায়, দুটি গাড়ি উল্টে সড়কের পাশে পড়ে আছে। এগুলোর একটি প্রেসিডেন্টের। অন্যটি তার গাড়ি বহরে যুক্ত ছিল।
স্থানীয় গণমাধ্যমে বলা হয় গুরুতর আহত হলেও প্রেসিডেন্ট দোদনের প্রাণ যাওয়ার আশঙ্কা নেই।
২০১৬ সালের নির্বাচনে জয়ী হয়ে দেশ শাসন করছিলেন ইগোর দোদন।