গাজীপুর সদর উপজেলায় আ.লীগের আনন্দ মিছিল
প্রকাশিত হয়েছে : ১:০৮:৩১,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০১৮ | সংবাদটি ৩০ বার পঠিত

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর- ৩ আসনে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল পাঁচ টায় গাজীপুর সদরের ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আনন্দ মিছিলের নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহ মোঃ ওমর ফারুক। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন তৃণমূল কমিটির আহ্ববায় মো.কফিল উদ্দিন বি.এস.সি, যুবলীগ নেতা ওসমান ফকির, ছাত্রলীগ নেতা মো.আফজাল হোসেন প্রমুখ। পরে ভবানীপুর আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠিত এক সভায় আসন্ন নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতারা।