ঝিনাইদহে বিচার ব্যবস্থায় আইনজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ৮:২১:৩৮,অপরাহ্ন ০১ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৪ বার পঠিত

ঝিনাইদহঃ
ঝিনাইদহে বিচার ব্যবস্থায় আইনজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির আয়োজনে কোর্ট বারভবনের তয় তলায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি এ্যাডভোকেট ইসমাইল হোসেন আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।প্রধান আলোচক ছিলেন দক্ষিন –পশ্চিম অঞ্চলের সেরা সিনিয়র এ্যাডভোকেট এ এইচ মাহাবুবুর রহমান। এছাড়াও আলোচনা রাখেন ঝিনাইদহ জেলার জিপি এ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আজিজুর রহমান, বিশেষ পিপি এ্যাডভোকেট বজলুর রহমান, সাবেক জিপি এ্যাডভোকেট সুবির কুমার সমাদ্দার, সিনিয়র এ্যাডভোকেট দবির হোসেন, এ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ মিন্টু, এ্যাডভোকেট কাজী একরামুল হক আলম, এ্যাডভোকেট লিয়াকত আলী, এ্যাডভোকেট বিসি বিশ্বাস সহ জেলা আইনজীবী সমিতির এ্যাডভোকেট প্রমূখ। বিচার ব্যবস্থায় আইনজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন এ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ মিন্টু।